প্রভাত সঙ্গীত

৩৪৩


তোমারই লীলায় ভরা এ ভুবন

সবে নাচে তোমায় ঘিরে

আলো কালো লীলার দোলায়

আসে যায় বারে বারে


লীলা দেখে মেতে থাকি

লীলাময়ে নাহি দেখি

লীলারই সুখ লীলারই দুঃখ

ভাসায় মোরে আঁখিনীরে


থাকো মোর হৃদি মাঝে

থাকো আমার সকল কাজে

আলোকিত করে মোরে

কভু যেও নাকো দূরে