প্রভাত সঙ্গীত

৩৪৪


তোমায় ধরে রাখবো প্রভু 

মনের কোণে গহন কোণে

হেন যে ঠাঁই নাহি খুঁজে পাই 

আমার মনে আমার মনে


যদি আমার দিনে রাতে 

যদি আমার ভাবনাতে

দযা করে দাও ধরা তো 

বসো তুমি যে কোন খানে


যদি তোমায় ভালবাসি 

ফুটবে মনে কুসুমরাশি

সাজাবো তোমায় ফুলের সাজে 

আসন পাতি' সযতনে