প্রভাত সঙ্গীত

৩৪৫


তোমার লাগি কত ব্যথা

তুমি তাহার খোঁজ রাখো না

বিশ্ব নিয়ে ব্যস্ত থাকো

বড় কাজে ব্যস্ত থাকো

ছোটোর কথা কাণে তোলো না


এবার আমি মনে মনে 

ফুল তুলিবো বনে বনে

মালা গেঁথে তোমায় দিতে 

দেখি নেবে কি নেবে না


তোমার সুরে গেয়ে যাবো

হৃদয়ে ঝঙ্কার তুলিবো

তোমায় ঘিরে নেচে যাবো

দেখি দেখো কি দেখো না