প্রভাত সঙ্গীত

৩৪৬


প্রভু তুমি এলেই যখন 

কেন এত করলে দেরী

তোমার আসা পথ চেয়ে

কত যুগ যে গেছে আমারই


ভালো যদি বাসতে জানো

লীলাখেলা করো কেন

পরাণ ভরে চাই তোমারে

জেনেই দিতে চরণতরী


তোমার আশে দিনে রাতে

ছিনু আমি শ্রবণ পেতে

আশা নিরাশার দোলাতে

দুলিয়ে এলে কৃপা করি