প্রভাত সঙ্গীত
৩৪৭
আঁধার নিশায় দীপশিখা তুমি
হারানো পথের নিশানা
তুমি আছো তাই সবাই আছে গো
তুমি ছাড়া কিছু থাকে না
সবার হৃদয়ে তুমি রাজাধিরাজ
তোমার সকাশে নাহি ভয় লাজ
কোন সঙ্কোচ কোন সন্তাপ
কোন সংশয় থাকে না
হৃদয়ে উদ্বেল করে দাও
তোমারই ভাবেতে মিলাইয়া দাও
তোমারই নামেতে তোমারই গানেতে
সার্থক করো আমারও সাধনা