প্রভাত সঙ্গীত
৩৪৮
কেউ তোমার লাগিয়া জাগে দিবা রাতি
কেউ আশাতে বুক বাঁধে
কেউ দুঃখ ভুলিতে গায় গীতি
কেউ শ্রাবণের ধারাসম কাঁদে
কেউ ভোলে না ভুলিতে পারে না
মধুমাখা সেই স্মৃতি
তোমার দোলা দেওয়া তিথি
কেউ হারানো দিনগুলির মালা গাঁথে
কেউ রঙিন করে দেয় ক্ষিতি
কেউ আলো ছায়া খেলে যায় তোমার সাথে
কারও থেকে যায় হিয়াভরা প্রীতি