প্রভাত সঙ্গীত

৩৪৯


ওগো প্রভু চেয়ে দেখো

তোমার তরে জেগে আছি

এসো এসো আমার ঘরে 

মালা গেঁথে বসে আছি


তোমার নামে মেতেছি গো

তোমার কাজেই রত আছি

তোমার সুরে মিশে গেছি

তুমি ছাড়া নাহি বুঝি


ফাগুন মাসে ফাগের মেলায়

রঙবেরঙের রঙ গোলায়

আমি হারানো মন ফেরৎ পাঠাই

ঠিক ঠিকানার কাছাকাছি