প্রভাত সঙ্গীত
৩৫০
তুমি বিনা কে বা কৃপা করিতে পারে
আর কাকে মানি সারা চরাচরে
তোমার করুণা লাগি সবে চেয়ে আছে গো
সকল মনের বীণা এক সুরে বাজে গো
সবাকার সন্তাপ সকল অনুতাপ
একাকার হয় তব দয়াসাগরে
দোষ গুণ নাহি দেখি সবে ভালবাসো গো
মূর্খ অবোধ বলে ঘৃণা নাহি করো গো
সকল প্রাণের প্রাণ সকলের অনুধ্যান
সবার তৃপ্তি তাই তোমাকে ঘিরে