প্রভাত সঙ্গীত
৩৫২
চির নূতনকে কাছে পেয়েছি
কিছুতেই তাকে যেতে দোব না
মোহনকে মন মাঝে ধরেছি
খুশির জোয়ার মানা মানে না
আমার সুখের শেষ নাহি যে গো
হৃদয় আজিকে পুলকে ভরা
শুষ্ক মরুর বিশুষ্ক তরু
পান্নাদ্যুতিতে হলো যে হারা
যাহাকে চেয়েছি তাহাকে পেয়েছি
সার্থক আজি মোর সাধনা
সুরের সাগরে হারায়ে গিয়েছি
হারার আনন্দে হয়েছি সারা
রূপের কিনারে অরূপে পেয়েছি
পাওয়ার আনন্দে আপনহারা
বাঁধনছাড়া এ মনকে চিনেছি
এ মন মানে না কোন সীমানা