প্রভাত সঙ্গীত
৩৫৩
নূতন প্রভাতে তুমি এলে এলে
অরুণ আলোতে করে স্নান
ধরাকে তরাতে তুমি এলে এলে
ভুলে গিয়ে সব অভিমান
হৃদয়ের হার কেন এত কাল ছিলে ভুলে ভুলে
বলো আমারে তুমি বলো আমারে
নয়নের মণি কভু থাকিতে কি পারে দূরে দূরে
সে যে নাহি পারে সে যে নাহি পারে
দুর্দম বাধাদের দুর্মদ সাধা সুরে
হলো অবসান আজি হলো অবসান
আকাশকুসুম আজ আকাশের ফুল নয়
ধরারই রতন সে যে ধরারই রতন
মানস কুসুম শুধু মনমাঝে নাহি ভাসে
হাসে অনুক্ষণ সে যে হাসে অনুক্ষণ
আসিয়াছো নিজে থেকে সকলকে মনে রেখে
সকলকে দেখিতে সমান