প্রভাত সঙ্গীত
৩৫৫
ওগো আমার আদরের মাটি
সোণার খনি হীরা মণির চেয়েও চিনি খাঁটি
ধরায় এসে প্রথম আমি দেখেছি তোমায়
তোমার রূপে শ্যামল শোভায় মন যে ভরে যায়
তোমার কাছে শতেক ঋণে ঋণী আমি মাটি
তুমি আমায় জোগায়েছো ক্ষুধার অন্ন জল
তোমার মধু ভেসে আনে প্রাণে পরিমল
তোমার সেবায় বিশ্বসেবা করবো অবিচল
তোমার মুক্তি সর্বভূমে ছিঁড়িবে শৃঙ্খল