প্রভাত সঙ্গীত

৩৫৬


ঝরা কুসুমের ব্যথা বোঝো না

কেঁদে কেঁদে মরি শুকাইয়া পড়ি

তোমার নয়ন ভেজে না


রূপ ঢালিয়াছি সুবাস দিয়েছি

মধুর রভসে মাতায়ে রেখেছি

দেহপট সনে নটেরই মতন 

মোরে নিঃশেষ করো না


কলি হয়ে ছিনু তোমার মনেতে

ফুটেছিনু আমি তব হৃদয়েতে

রিক্ত পরাণে বিগত পরাগে 

আমারে ভুলিয়া যেও না