প্রভাত সঙ্গীত

৩৫৭


ভালোবাসো শুধুই মুখে

ডেকে ডেকে মরি তবু আসো না

বোঝো না তুমি আমার দুঃখে


তোমারই বিজ্ঞানে তোমারই দর্শনে

খুঁজিয়া বেড়াই মনের গহনে

মনকে চঞ্চল করে দিয়ে তুমি

মনেরই ঘোলা জলে লুকাও মহাসুখে


সাজায়ে রেখেছো রঙ রূপের মেলা

করিয়া চলেছো নানা লীলাখেলা

লীলার আড়ালে মৃদু মৃদু হাসো

কৃপা বিনা কে বা তোমারে দেখে