প্রভাত সঙ্গীত
৩৫৮
দখিনা বাতাসে মলয় সুবাসে
মৃদু হেসে হেসে এসেছিলে
ভুলিতে নাহি পারি ভুলিতে নাহি চাহি
জাগায়ে রাখি স্মৃতি মধু ঢেলে
মনেরই রাজা ওগো মনেতে পূজা করে
ছড়ায়ে দোব সুধা ধরা পরে
মনেতে থেকে যেও মনকে মাতিও
তোমারই সুরভিতে লীলাছলে
ভাবাতীতের রাজা ভাবাতীতে মোরে
সদাই নিয়ে যেও মনটি ধরে ধরে
তোমারই চরণে তোমারই স্মরণে
রহিয়াছি আমি লাজ ও ভয় ভুলে