প্রভাত সঙ্গীত
৩৫৯
যাহা কিছু চাও তাহা করে যাও
তব অধিকারে কথা বলি না
কাহাকে কাঁদাও কাহাকে হাসাও
মুখ বুজে দেখি কিছু কহি না
সৃষ্টির কী বা প্রয়োজন ছিলো
কী বা আছে তাহাও বুঝিতে নারি
ধ্বংসের রথ কেন বা চালাও
তাহাও বুঝিতে নাহি গো পারি
আলোকের পর আঁধার নামায়ে
এ কী লীলা করো কিছু বুঝি না
মূক মুখে কেন ভাষা জোগায়েছো
তর্ক শিখায়ে বাচাল করেছো
তোমাকে লইয়া কেন দর্শনে
বিজ্ঞানে মাতামাতি শিখায়েছো
জীবনের কালো রঙীন আলোর
ঝলকানি দিয়ে ভুলায়ো না