প্রভাত সঙ্গীত

৩৬০


বরষার রাতে নীরবে নিভৃতে

বঁধুয়া গিয়াছে মোরে ফেলে

মোরে ফেলে ওগো মোরে ফেলে

(তখন) জলভরা মেঘে বিজলি সবেগে

কী কহিতেছিলো নানা ছলে

নানা ছলে ওগো নানা ছলে


গিয়াছে আমার মুকুতার হার

বঁধুয়া আমার সে যে ছিলো

গিয়াছে চলিয়া নিঙাড়িয়া হিয়া

মর্ম মথিয়া এ কী হলো

(আজ) অশনি নিপাতে মোর আঁখিপাতে

হতাশা চকিতে কী যে বলে

কী যে বলে ওগো কী যে বলে


বুক ভেঙ্গে দিয়ে গিয়াছে চলিয়া

সে কি গো আবার আসিবে ফিরিয়া

দিবস যামিনী সতত যে আমি

তারই কথা ভাবি প্রতি পলে

প্রতি পলে ওগো প্রতি পলে