প্রভাত সঙ্গীত

৩৬১


বাচ্চা

রাতের বেলায় সবাই ঘুমায় 

শিউলি কেন জাগে

বলতে হবে মা গো আমায় 

বলতে হবেই আগে


আর ফুলেরা দিনে জাগে 

রাত্রিরে ঘুমায়

দিনের বেলায় সুবাস ঢালে 

মধুতে গান গায়

তাদের সাথে মোর পরিচয় 

আলোর অনুরাগে


ঘুমায় ময়না কুকুরছানা