প্রভাত সঙ্গীত

৩৬২


নূতন প্রভাতে অরুণ আলোতে 

মন বারেবারে তারে চায়

মধুর প্রীতিতে মর্মগীতিতে 

তাহারই সুরেতে গেয়ে যায়


লাল রঙে রাঙা পূর্ব আকাশ 

মন্দমধুর বহিছে বাতাস

সকল মাধুরী এলো সুধা ভরি 

রূপাতীতে স্মরি এ ঊষায়


হারাবার কিছু নাইকো এখন 

হিয়া উপচিয়া পড়ে অনুক্ষণ

তারই প্রৈতিতে তারই সঙ্গীতে 

তারই অসীমেতে মেতে ধায়