প্রভাত সঙ্গীত
৩৬৩
কালের হাওয়ায় ফুল ঝরে যায়
মন ভেঙ্গে যায় বিষাদে
বল গো বল গো কেন এ বিধান
ধরা রচিয়াছো কী সাধে
ভেবেছও কি মনে দুঃখের আগুনে
জ্বলিতে জ্বলিতে কেহ নাচে
ভাবো কি জীবনে হিয়ার দহনে
ধুঁকিতে ধুঁকিতে কেহ বাঁচে
তোমারই উপর করিয়া নির্ভর
কোটি কোটি জীব কেন কাঁদে
দুঃখে সরিয়ে নেওয়া সুখে ভরিয়ে দেওযা
এ কাজ করিতে কী বলো বাধে