প্রভাত সঙ্গীত
৩৬৪
(আজি) পাখীরা কী গান গাইয়া যায়
ফুলের বনেতে ভ্রমরা নিভৃতে
কী কথা আজিকে শোনাতে চায়
শোনাতে চায় গো শোনাতে চায়
ভরা বাদলে ঝরা বাদলে
অশনি বিষাণে কেন মাতায়
কাহার পুলকে ঝলকে ঝলকে
বিজলীর কণা ছুটিয়া যায়
নব নব সুরে বাঁশী পূরে পূরে
আমার পরাণে কে গো নাচায়
রূপের দেবতা হিয়ার মমতা
সব মধুরতা মেখে দাঁড়ায়