প্রভাত সঙ্গীত

৩৬৫


অরূপ দেবতা রূপের দেউলে 

কার লাগি তুমি তিথি গোণো

যাহা থাকিবে না তাহা নিয়ে কেন 

সংবেদনে জাল বোনো (তুমি)


রূপের এই ধরা তব মহিমায় 

রূপাতীতে মিলিয়া মিশিয়া যায়

তবে কেন লীলায় রূপ রচনায় 

মাতো যাতে নাহি লাভ কোনো


জানি মিছে নয় সৃষ্টি রচনা 

স্থায়ীও নহে গো এই কল্পনা

চলে চলা ছবি বুঝি তারা সবই 

তবু কেন মনে মোহ আনো