প্রভাত সঙ্গীত

৩৬৭


শরৎ সাঁঝেতে তুমি এলে

শরতের শশী শেফালীর হাসি 

শাদা মেঘরাশি দিয়ে গেলে (তুমি)


কাশের বনেতে নাচন জাগিয়ে

হিয়ার নিভৃতে দোদুল দুলিয়ে

মধুর লাস্যে মুকুতা ঝরিয়ে 

সব ভালবাসা কেড়ে নিলে (তুমি)


অতুল রাতুল চরণ দু'খানি

শিশিরেতে ভেজা মনভরা বাণী

ফুলের সুবাসে সুধাধারা আনি

অলকার ধ্বনি শুণাইলে (তুমি)