প্রভাত সঙ্গীত

৩৬৯


এলো যে আঁখিতে বান ও পাষাণ

দেবতা তোমা লাগি

মনেতে ভেবেছিলাম নোব না নাম 

তোমারই কৃপা মাগি


দেখিলাম ধরা আছে জীবও আছে 

তুমি আছো বলে

লীলাতে যা কিছু হয় তব মনে হয় 

মনেতে সব চলে

ভাবিলাম নোব তব নাম সতত আমি 

মুক্তি মোক্ষ লাগি


আলোকে আসিয়াছো বোধ দিয়াছো 

চেতনা অনুক্ষণ

আমারে বুঝায়েছো শিখায়েছো 

তুমিই মোর আপন

বুঝিলাম নোব তব নাম সতত আমি 

শুধু তোমারে মাগি