প্রভাত সঙ্গীত

৩৭০


পথিক এসেছে আজি 

আলোকের দেশ থেকে

নব সমাচার দিতে 

আঁধারের লোকে লোকে


চলো মোরা এগিয়ে যাই 

তাহাকে স্বাগত জানাই

আঁধারের কালো কবে টুটবে 

এ কথা শুনিব তার মুখে


চলো মোরা তাকে কথা দিই 

আমরাও পিছে পড়ে নেই

মোরাও যুঝিব মুখোমুখি

সবাইতে পাপশক্তিকে