প্রভাত সঙ্গীত

৩৭১


অশ্রুতে মাখা মনমাঝে রাখা 

সযতনে ঢাকা আকুতি গো

বুক ভেঙ্গে গেছে মুখ ফোটে নিকো 

তোমা লাগি কত কেঁদেছি গো


হারায়ে গিয়েছো মনের মানিক 

কবে সে আঁধার রাতে

মর্মব্যথায় চাপা বেদনায় 

অঝোর অশ্রুপাতে

ভুলে যেতে দাও স্মৃতিতে না রও 

চলেই যখন গিয়েছো গো


ভুলিতে না পারি বারেবারে স্মরি 

আশার ছলনে পাশরিতে নারি

সব হারানোর বেদনারে মোর 

সব পেয়েছি তে ভরো না গো