প্রভাত সঙ্গীত
৩৭২
তোমা লাগি কত মোর মনে ব্যথা
তুমি কি তা জানিতে চাও না
জানি তুমি সাগরের মণি আকাশের তারা
ধরা দিতে চাও না
রূপের সাগরে ডুব দিয়ে দিয়ে
রূপাতীত মণি পেয়ে যাবো
মনের আকাশে ভেসে ভেসে ভেসে
সুদূরের তারা ধরে নোব
জানি আমি ধরা দেবে মোরে তুমি
সফল হবে মম সাধনা
রূপের সাগর দিয়ে দেয় ধরা
চিদাকাশে তুমি হয়ে আছো ভরা
তাই নাহি জেনে দিয়েছো গো ধরা
আর মোরে ভোলানো যাবে না