প্রভাত সঙ্গীত
৩৭৩
জীবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে
বিজলির ঝলকানি কোটি কোটি মণি
সবাকার দ্যুতি নিয়ে হিয়া মাঝে হাসিলে
ফুলের সুবাসে ভরে দিলে বসুন্ধরা
সুমধুর সঙ্গীতে করিলে আত্মহারা
মমতার মধু ঢেলে সব ক্লেশ ভুলালে
ঝরনাধারা সম প্রাণকে নাচিয়ে দিলে
বর্ণনাতীত রূপে মনকে মাতিয়ে দিলে
দেখা নেই শোণা নেই তবু ভালবাসিলে
প্রচণ্ড শক্তিতে অমানিশা নাশিলে
ভুবনকে দোলা দিয়ে কে গো তুমি আজ এলে