প্রভাত সঙ্গীত
৩৭৪
তোমার কাছে চাইনা কিছু
শুধু তোমায় ভালোবাসি
ভালোবাসি ওগো ভালোবাসি
থেকো আমার কাছাকাছি
শুধু হেসো মধুর হাসি
মধুর হাসি মধুর হাসি
ফাগুন মাসে দক্ষিণ পবন
বইবে যখন ফুলসুবাসে
তোমার পাশে বসে বসে
হিয়া যাবে হিয়াতে মিশে
দিলেও কিছু নোব না আমি
প্রাণ ভরাবে প্রাণেতে পশি
প্রাণেতে পশি প্রাণেতে পশি
মধুমাখা জ্যোৎস্না রাতে
ধরাধরি করে হাতে
চলবো আমি তোমার সাথে
অন্তবিহীন চেতনাতে
চাই না কিছু নোব না কিছু
থেকো সাথে তমঃ নাশি
তমঃ নাশি ওগো তমঃ নাশি