প্রভাত সঙ্গীত

৩৭৫


রঙীন মেঘে হাতছানি দেয়

ঘরে থাকা আর কি যায়

মনের ময়ূর কলাপ মেলে

নীলাকাশে নাচতে চায়


বাঁধনভাঙার গান আজি গাই

সীমার রেখা রাখতে না চাই

সসীম ছেড়ে অসীম পানে

কোন সুদূরে মন যে ধায়


সে যে আমায় সদাই ডাকে

রঙীন মেঘের ফাঁকে ফাঁকে

এড়িয়ে যেতে পারি না তাকে

এ কী হলো বিষম দায়