প্রভাত সঙ্গীত

৩৮৯


ফুলের বনেতে ভ্রমরা এসেছে

গুনগুনিয়ে কী কথা কয়েছে

সে যে চাহে শুধু ফুলের সব মধু

বাকি যাহা কিছু ফেলে রেখেছে


যাহা ছিলো ঢাকা কুঁড়ির গহনে

অতি সযতনে অতি গোপনে

নিমেষে সেই মধু নিয়েছে নিঃশেষে

নিয়ে নেবার কথা জানিয়ে দিয়েছে


সুবাস ছিলো মাখা রেণুতে রেণুতে

মধু নিতে গিয়ে সুবাস গেছে সাথে

ফুলের সব রেণু মেখেছে গায়েতে

মেখে নেবার কথা কাণে শুণিয়েছে

389


Phulera vanete bhramará eseche

Gunguniye kii kathá kayeche

Se je cáhe shudhu phulera sab madhu

Báki jáhá kichu phele rekheche


Jáhá chilo d́háká kuṋŕira gahane

Ati sajatane ati gopane

Nimeśe sei madhu niyeche nihsheśe

Niye nevár kathá jániye diyeche


Suvás chilo mákhá reńute reńute

Madhu nite giye suvás geche sáthe

Phuler sab reńu mekheche gáyete

Mekhe nevár kathá káńe shuniyeche