প্রভাত সঙ্গীত
৩৯৬
রঙীন পরী আজ চলেছে কোথায়
সোণার কমল বুকে নিয়ে সে উড়িছে
নীলাকাশে বহু দূরে যায়
হাওয়ার স্তরেরা হালকা হয়ে যাইতেছে
মেঘের রাজ্য ক্রমশঃ লঘু হইতেছে
পরী উড়িতেছে উড়িতেছে
দ্রুত বেগে আরো বেগে ধায়
পরীরাজ্যের সীমানা এসে পড়েছে
তারারা আরো বেশী ঝলমল করিতেছে
চাঁদ আরো বেশী হাসিতেছে
এ ফুল পরী দেবে তার দেবতায়
396
Rauṋiin parii áj caleche kotháy
Sońár kamal buke niye se uŕiche
Niilákáshe bahu dúre jáy
Haoyár starerá halká haye jáiteche
Megher rájya kramashah laghu haiteche
Parii uŕiteche uŕiteche
Druta vege áro vege dháy
Pariirájyer siimáná ese paŕeche
Tárárá áro beshii jhalamal kariteche
Cáṋd áro beshii hásiteche
E phul parii deve tár devatáy