প্রভাত সঙ্গীত
৪০২
আলোর ওই ঝরনাধারায়
এসো প্রভু আমার মনে তুমি এসো
গানের ওই স্বর্ণঝরায়
বসো প্রভু আমার মর্মে তুমি বসো
আঁধারেরই মহাসাগরে
পার করো গো হাতটি ধরে
দিও বিষাদেরই অশ্রুনীরে
ভালবাসার আবেশে ভরে
স্নিগ্ধ মুক্তাধারায়
হেসো প্রভু আমার হিয়ায় তুমি হেসো
কাছে কাছে মোরে রেখো
ভুলেও ভুলে নাহি থেকো
ঋতম্ভরা বর্ণধারায়
দিও না মোহের অবকাশও
402
Álor oi jharńádháráy