প্রভাত সঙ্গীত
৪০৩
ফাগুন মাসেতে ফাগ নিয়ে খেলি
(আমি) আগুন নিয়ে তো খেলি না
বনের আগুন নিবাইয়া ফেলি
মনের আগুনে জ্বলি না
স্তব্ধ নিশীথে ফুলের বনেতে
চুপিচুপি চলি সুরভিত ঢালিতে
ফুলের মধুতে অণুতে অণুতে
(আমি) মিলেমিশে থাকি বলি না
আলোতে ছায়াতে সবার হিয়াতে
ভালবাসা ভরি পলে বিপলেতে
শিশুর হাসিতে জ্যোৎস্নারাশিতে
(আমি) সুধাধারা আনি ভুলি না
আমি কাকেও কখনো ছলি না
403
Phágun másete phág niye kheli