প্রভাত সঙ্গীত

৪০৭


মনের মাঝারে লুকায়ে রয়েছো

মনেতে খুঁজিয়া নাহি পাই

সবার অগোচরে মিশিয়া রয়েছো

সবার হিয়ায় তব ঠাঁই


পুষ্পের সুবাসে উন্মদ মধুমাসে

তোমার মাধুরী ভেসে যায়

দূর নভোনীলে সিন্ধুর অনলে

সিন্দুর বিন্দুর রক্তিমায়

দুগ্ধের ধবলতা তুহিনের শুভ্রতা

কোথায় তুমি ভরে নাই


অনন্ত দেবতা গো ধরা তুমি দাও নাকো

ধরা দিলে অন্ত যে হয়ে যাবে তাই