প্রভাত সঙ্গীত

৪১৪


করুণা করে গো কৃপা করো সবে

নিজ গুণে দয়া করো ভগবান

আলোঝরা তব ঝর্ণাধারায়

সবারে করাও মুক্তিস্নান


জলে স্থলে আর ভূধরে গহনে

নন্দিত তুমি চির আবাহনে

সব চেতনায় অমর আসন

সবারে করো গো অভয় দান


যাহা কিছু জানি যাহা নাহি জানি

সব কিছু তব লীলা ইহা মানি

তব স্পন্দনে সবে স্পন্দিত

বিশ্ববিভু তুমি অম্লান