প্রভাত সঙ্গীত

৪১৭


আলোর দেবতা এলো 

(আজি) এলো এলো

কালো কুহেলিকা দুহাতে সরিয়ে 

আলোয় ভরিয়ে দিলো 

দিলো দিলো


বঁধুয়া আমার ছিলো কোন গহনে

দেখা না দিয়ে নিলো যে জিনে

তারই ভালবাসা ভালবাসা 

সব কিছু নিয়ে নিলো 

নিলো নিলো


এ তন্ময়তা আমি ঢাকিতে নারি

হিয়া ছোটে বারে বারে পানে তারই