প্রভাত সঙ্গীত

৪৩১


(প্রভু তুমি) হৃদয়কমলে এসো মোর

আসিবে বলিয়া গেছো যে চলিয়া

কত নিশি হলো ভোর


ফুলের মালাগুলি কেউ যে পরে না

কবরীতে মালা আমিও বাঁধি না

(মোর) শুষ্ক নয়নে ধরা হারায়েছে রূপ

রূপ নিয়ে গেছো ওগো চিত্তচোর


মনমাঝে মোর কেউ না গায় গান

হিয়ার পরিধিতে ওঠে না কোন তান

শ্রুতির অগোচরে সবে যে গেছে সরে

আঁধারে ফেলে ঘনঘোর

431