প্রভাত সঙ্গীত

৪৩৪


(কোন) সুদূরের গানে কে এসেছো তুমি 

অমিয়া সাগর উথলিয়া

আলোর ঝর্ণা শতধারে নাচে

হিয়ার গভীরে উছলিয়া


(তব) পরশে প্রণবে জাগে প্রকম্প 

অসীমের পানে সে যে ধায়

(তব) রভসে ঋদ্ধ রঙীন বসুধা

রঙে রূপে নাচে ঋতটায়

(ভেঙ্গে) সব অর্গল মোহশৃঙ্খল

ভাবাবেগ ছোটে মন্দ্রিয়া


আজ ফুলের কাণেতে ভ্রমরা কী কথা কয়

নিখিল প্রাণেতে সুরভিত বায়ু বয়

(এই) সুরাভি চেতনা মধুর দ্যোতনা 

স্মিত নীলাকাশে পড়ে উপচিয়া

434


(Kon) Sudúrer gáne ke esecho Tumi

Amiya ságar uthaliyá

Álor jharńá shatadháre náce

Hiyár gabhire uchaliyá


(Tava) Parashe prańave jáge prakampa

Asiimer páne se je dháy

(Tava) Rabhase rddha rauṋiin vasudhá

Rauṋe rúpe náce rtatáy

(Bheuṋge) Sab argal mohashrnkhal

Bháváveg chot́e mandriyá


Áj phulera kánete bhramará kii kathá kay

Nikhila práńete surabhita váyu bay

(Ei) Surabhi cetaná madhura dyotaná

Smita niilákáshe paŕe upaciyá