প্রভাত সঙ্গীত

৪৩৯


আজি বসন্ত এলো জীবনে

তুমি আসিয়াছো জাগায়ে তুলেছো 

নব স্পন্দন ভুবনে


দোলা যে দিয়েছো অন্তরমূলে

বাহিরে ভিতরে সুরভিত ফুলে

মনের মধুপে সুবাসিত ধূপে

অঞ্জন-আঁকা নয়নে


আম্রমুকুলে বকুলে শিমুলে

রঙ ধরায়েছো হিয়ার দুকূলে

মনের মধুতে নীরব নিভৃতে

লজ্জাজড়িত চরণে

439


Áji vasanta elo jiivane

Tumi ásiyácho jágáye túlecho

Nava spandana bhuvane


Dolá je diyecho antaramúle

Báhire bhitare surabhita phule

Manera madhupe suvásita dhúpe

Aiṋjana áṋká nayane


Ámramukule bakule shimule

Rauṋ dharáyecho hiyára dukule

Manera madhute niirava nibhrte

Lajjájaŕita carańe