প্রভাত সঙ্গীত

৪৪০


সে যে এসেছিলো 

জীবনের প্রথম ভোরে গো

জীবনের প্রথম ভোরে

সোণার আলোর রথে 

আকাশ পথে উড়ে গো

আকাশ পথে উড়ে


বিশ্বভরা নীরবতা

কেউ ছিলো না কইতে কথা

দিতে নিতে হিয়ার ব্যথা

ধূলিময় এ সংসারে গো

ধূলিময় এ সংসারে


ঊষার অরুণ রাগে প্রাণেরই অনুরাগে

হৃদয়ের পরাগে

সুরভিত করে গো

সুরভিত করে

440


Se je esechilo

Jiivaner pratham bhore go

Jiivaner pratham bhore

Sonár álor rathe

Ákásh pathe uŕe go

Ákásh pathe uŕe


Vishvabhará niiravatá

Keu chilo ná kaite kathá

Dite nite hiyára vyathá

Dhulimay e saḿsáre go

Dhulimay e sansáre


Úśár aruń ráge práńeri anuráge

Hrdayer paráge

Surabhita kare go

Surabhita kare