প্রভাত সঙ্গীত

৪৫৬


সে যে এসেছে সে যে এসেছে

সুদূরের স্রোত সুরে তানে বলে

ভুবন ভরিয়া এসেছে


সে যে ফুলের সুবাসে ভেসেছে

মণির দ্যুতিতে হেসেছে

নদীজলে পড়া আলোর মতন

ঝলকে ঝলকে নেচেছে


সে যে মনের মুকুরে ভেসেছে

হিয়ার বিতানে হেসেছে

আলোক বর্ষে ঝলকানি এনে

ছায়াপথে সুধা ঢেলেছে

456


Se je eseche Se je eseche

Sudúrer srot sure táne bale

Bhuvana bhariyá eseche


Se je phuler suváse bheseche

Mańir dyutite heseche

Nadiijale paŕá álor matan

Jhalake jhalake neceche


Se je maner mukure bheseche

Hiyára vitáne heseche

Áloka varśe jhalakáni ene

Cháyápathe sudhá d́heleche