প্রভাত সঙ্গীত

৪৮৭


তোরা বল গো তোরা মোরে বল


জাড়েতে কেন নাহি ফোটে কমল

এত কেঁদে মরি নিঠুর বঁধুয়া

ঘরকে মোর কেন নাহি আসে বল


দারুণ গরমে কেন জোড়ে নাহি জল

নেচে গেয়ে ডাকি আশায় তাকাই থাকি

(কেন) বঁধুয়া দূর থেকে করে ছল


পলাশ গাছেতে কেন নাহি ধরে ফল

যার লাগি জনম যার লাগি করম

সে কেন ঝরায় মোর আঁখিজল

487