প্রভাত সঙ্গীত

৪৮৯


মনেতে ভোমরা এলো 

গুনগুনিয়ে কোথা গেলো গো

ঘরেতে প্রাণ জুড়াতে 

মনের মানুষ এলো গো

এসে নাহি বসিলো


আমি সকাল সাঁঝে জলকে যেতে 

তারেই শুধু খুঁজি গো

সে যে আমায় কিনে নিয়েছে

ঘরের কাজে ক্ষেতের কাজে 

তারেই শুধু ভাবি গো

সে যে আমার সব নিয়েছে

এবার বসবো ধ্যানে 

ধরবো প্রাণে