প্রভাত সঙ্গীত

৪৯০


ভাল গো 

অজানা পথিক এক দেশকে এসেছে

ও সে রূপের ছটায় ধরা ভরে দিয়েছে

টাঁড় জমিনে কমল ফুল ফুটিয়ে দিয়েছে


গড় কর গো 

অজানা পথিক এক ঘরকে এসেছে

ও সে চন্দনের সুবাসে ভরে দিয়েছে

কোমল হাতে সবাইকে পরশ দিয়েছে


ধ্যান ধর গো 

অজানা পথিক এক মনকে এসেছে

ও সে আনন্দে জগৎকে ভরে দিয়েছে

সকলকে সমান ভাবে ভালোবেসেছে

490


Bhál go

Ajáná Pathik ek deshke eseche

O Se rúper chat́áy dhará bhare diyeche

T́áṋŕ jamine kamal phul phut́iye diyeche


Gaŕ kar go

Ajáná Pathik ek gharke eseche

O Se candaner suváse bhare diyeche

Komal háte sabáike parash diyeche


Dhyán dhar go

Ajáná Pathik ek manke eseche

O Se ánande jagatke bhare diyeche

Sakalke samán bháve bhálobeseche