প্রভাত সঙ্গীত

৪৯৬


নূতন রূপেতে আসিয়াছো তুমি

নূতনের জয় গাই

হিয়ার আঁধার সরায়ে দিয়েছো

কলুষের কণা নাই


ভূধরে সাগরে গহন কাননে

আলোঝলমল সকল মননে

পাওয়া না-পাওয়ার হতাশার ব্যথা

হারাবার নাহি ঠাঁই


যা ছিলো গোপনে মনের আড়ালে

সেখানেও তুমি হাতটি বাড়ালে

চেপে রাখিবার ভাবে ঢাকিবার

কোন অবকাশ নাই