প্রভাত সঙ্গীত

৫০২


দিনের শেষে ঘুমের দেশে

আলোয় ভরা আঙ্গিনাতে

সবার চেয়ে নীরব ওহে

পরশ দিলে নিবিড় হাতে


আলো যখন ছিলো নাকো

তখন কেবল তুমি ছিলে

ভাল-মন্দ কেউ ছিলো না

একলা তুমি জেগে ছিলে

সেই অতীতের প্রভু ওগো

থাকবে আছো সব কালেতে


তমসারই বক্ষ ভেদি

উদ্গীরিত হতো তমঃ

দেখতে শুধু তুমিই ছিলে

তাইতো তোমায় নমো নমঃ

(তুমি) বাক্য-মনের পথাতীত

চলে থাকো নিজের পথে