প্রভাত সঙ্গীত
৫০৪
যারা চেয়েছে তোমায় কাছে
তাদের কেন চোখে জল
বধির নহ সবাই জানে
তবে কেন লীলার ছল
লীলার হাসি লীলার বাঁশী
লীলায় কাঁদতে সবাই আসি
ভোলাতে দাও সুখেরই ঝিলিক
ফোটাও আলোর শতদল
জানি সবাই তোমার মনে
সুখে দুঃখে সংগোপনে
হাসো কাঁদো নিরজনে
সবার লাগি অবিরল