প্রভাত সঙ্গীত

৫০৭


প্রভু তোমার লীলা অপার

বুদ্ধিতে কে বুঝিতে পারে

আছো রূপে রূপাতীতে

সবার মাঝে সবায় ঘিরে


নীল সায়রের গহন নীরে

পাহাড়চূড়ায় শ্বেত তুষারে

যাহাই দেখি নাহি দেখি

সবাই তোমার মনে ভরে


ছিদ্রবিহীন শিলাজতু

ঘূর্ণায়মান সকল ঋতু

যাহা ভাবি নাহি ভাবি

সব কিছুকেই রাখো ধরে