প্রভাত সঙ্গীত

৫১০


শুক্তির বুকে মুক্তার মত

কোরকের মধু আছে ভরা

যতনে তাহারে ঢাকিয়া রেখেছি

স্পন্দন রূপ রসক্ষরা


সে মধু আমার শুকাবে না কভু

জলে ঝড়ে হারাইবে নাকো প্রভু

তোমার অর্ঘ্য তোমা পানে যাবে

শত মন্ত্রে সে শতধারা


গ্রহণ তোমারে করিতেই হবে

তুমি ছাড়া মোর কে বা আহে ভবে

(মোর) সকল আকূতি সকল প্রণতি

ভালবাসা তব ভাবে হারা