প্রভাত সঙ্গীত
৫১১
এসো গো প্রভু এসো মোর হিয়ায়
নীরব চরণে বরণে বরণে
আলোক সরণে মোর অভীপ্সায়
(যে বা) ধরার ধূলিকণায় পথহারা ভ্রান্ত
মোহের মদিরায় দীর্ণ অশান্ত
তাহারই মননে তারই আবাহনে
এসো এসো অহেতুকী কৃপায়
তোমার সমান আর কেহ নাই
মনের আকাশে দ্বিতীয় চাঁদ নাই
জ্যোৎস্নারাশিতে মধুর হাসিতে
মোহন বাঁশীতে নাশো তৃষায়